fbpx

ব্যাংকগুলোতে অনলাইনে একদিনেই লেনদেন আড়াই লাখ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সোমবার রাত থেকে বাংলাদেশ ব্যাংকের ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) বা অনলাইন অর্থ স্থানান্তর ব্যবস্থা সচল হয়েছে। ফলে নিমিষেই গ্রাহকরা এখন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে লেনদেন করতে পারছেন।

ইএফটি সচলের পরই গতকাল রাতে লেনদেন হয়েছে ৭৩ হাজার টাকা। আর মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত চেক নিষ্পত্তির আবেদন জমা পড়েছে প্রায় আড়াই লাখ।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, গতকাল রাত থেকে ইলেকট্রনিক ফান্ড স্থানান্তর পুরোপুরি কাজ করছে। গ্রাহকেরা এখন সহজেই অন্য ব্যাংকে অর্থ পাঠাতে পারছেন।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল থেকে ব্যাংকগুলো চেক ক্লিয়ারিং, আরটিজিএস ও বিইএফটিএন সেবা দিতে পারছিল না।কেন্দ্রীয় ব্যাংক বলছে, ফাইবার অপটিক সমস্যার কারণে সার্ভারে যুক্ত হওয়া সম্ভব না হওয়ায় এসব সেবা বন্ধ ছিল।

Advertisement
Share.

Leave A Reply