fbpx

ব্যাংকে লেনদেন চলবে ১০টা থেকে ১টা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে সর্বাত্মক লকডাউন, যা চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। ফলে ব্যাংকের লেনদেনের সময়ও পরিবর্তন করা হয়নি। চলমান এই লকডাউনে ব্যাংকে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (২০ এপ্রিল) নতুন করে এ সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানেও ব্যাংকে লেনদেন হচ্ছে ১০টা থেকে ১টা পর্যন্ত। আরও এক সপ্তাহ এই সময়েই ব্যাংকে লেনদেন চলবে। কেন্দ্রীয় ব্যাংক নতুন করে সেটিই জানিয়েছে।

এদিকে রাজধানীর ব্যাংক শাখাগুলোতে খুব বেশি গ্রাহকের ভিড় দেখা যায় নি। সব ব্যাংকই অনলাইন ও অ্যাপভিত্তিক লেনদেন সেবা চালু করেছে। পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও লেনদেন করা চালু রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply