fbpx

ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেনের সময় বাড়ল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সরকার ঘোষিত চলমান লকডাউনের মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন এ নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক তাদের লেনদেনের সময়ও বাড়িয়েছে। রবিবার (২৩ মে) মন্ত্রিসভার সিদ্ধান্তের পর বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে নতুন এই নির্দেশনা জানিয়েছে।

সেখানে বলা হয়েছে, ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। এরপর লেনদেন পরবর্তী কার্যক্রমের জন্য বিকেল সাড়ে চারটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। আগামীকাল সোমবার (২৪ মে) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংকের গত ১৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনের প্রদত্ত অন্য নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এদিকে শেয়ারবাজারে লেনদেনের সময়ও বাড়ানো হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

নতুন নির্দেশনা অনুযায়ী, শেয়ারবাজারে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত।

বিএসইসি জানিয়েছে, সোমবার থেকে শেয়ারবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। ফলে শেয়ারবাজারেও লেনদেনের সময়সীমা বাড়ল ৩০ মিনিট।

Advertisement
Share.

Leave A Reply