fbpx

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনমন্ত্রীর সামনেই দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সে ঘটনায় এখন পর্যন্ত মোট ১০ জন আহত হবার খবর পাওয়া গেছে।

৫ মার্চ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই সংর্ঘষের কারণ হিসেবে পুলিশ বলছে, বছরখানেক পর আইনমন্ত্রী নিজ নির্বাচনি এলাকায় আসেন। মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কসবার বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল ও মেয়র প্রার্থী এমএ আজিজের সমর্থকেরা স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির শুরু হয়।

এরপর দুই পক্ষের সমর্থকেরা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করেন। সংঘর্ষ চলাকালে অন্তত পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আর দুটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মন্ত্রীর বক্তব্য চলাকালে পরিষদের বাইরের সড়কে সংর্ঘষ শুরু হলে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রেখে সভাস্থল ত্যাগ করেন।

কসবার সহকারী পুলিশ সুপার নাহিদ হাসান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে । এছাড়া ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply