fbpx

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ২১ পুলিশ সদস্য আহত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ী এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ২১ পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার (০৫ এপ্রিল) সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে ১৪ জনের নাম জানা গেছে। তারা হলেন- সাকিল আহমেদ (২১), নাসিম (২১), রানা (২২), বিল্লাল (২৬), সুমন (২৩), সুজন (২৩), বেলায়েত হোসেন (৫৬), শওকত (২৫), জহিরুল (২০), বুলবুল (২২), রাব্বি (২২), আল আমিন (২২), হৃদয় (২৩) ও শরিফুল (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টার দিকে পুলিশবাহী দুটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ লাইনসে যাচ্ছিল। এসময় বিশ্বরোড থেকে আসা ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে পুলিশবাহী পিকআপ ভ্যান দু’টিকে  চাপা দেয়। তখন গাড়িতে থাকা পুলিশ সদস্যরা আহত হন। তাঁদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আর যাদের অবস্থা গুরুতর, তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো  হয়।

এ ঘটনা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোজাম্মেল হক রেজা জানান, এই ঘটনায় ২১ পুলিশ সদস্যসহ দুই গাড়ি চালক আহত হয়েছে। ঘাতক বাস ও বাস চালককে আটক করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply