fbpx

ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় তিন মামলা দায়ের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাড়ে ছয় হাজার অজ্ঞাত লোককে আসামি করে তিনটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৭ মার্চ) দুপুরে পুলিশের পক্ষ থেকে বাদি হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় মামলাগুলো দায়ের করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানিয়েছেন, ‘পীরবাড়িতে পুলিশের উপর হামলা ও কাউতলী এলাকায় পুলিশ সুপার কার্যালয়ে আগুন দেয়া ও ভাঙচুরের ঘটনায় মামলা তিনটি হয়েছে।’

গণমাধ্যমকে তিনি বলেন, ‘সহিংসতার ঘটনায় ১৪ জনকে আটক করা হয়েছে। মাদ্রাসা ছাত্রদের সঙ্গে ১৫ থেকে ২২ বছর বয়সী কিশোর-তরুণরাও তাণ্ডবে অংশ নিয়েছিল। তারা পুলিশ সুপার কার্যালয়ের গ্যারেজে সিআইডির এসপির গাড়িসহ পাঁচটি গাড়িতে আগুন দেয়।‘

এসব ঘটনায় আরও মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আর জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে শুক্রবার মাদ্রাসা ছাত্ররা ব্রাহ্মণবাড়িয়া সদরের বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

Advertisement
Share.

Leave A Reply