fbpx

ভর্তির আবেদন শুরু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ভর্তির জন্য আবেদন শুরু হয়েছে ঢাকাসহ দেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে। মঙ্গলবার সকাল ১০টায় আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে ২৭ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

এ বছর করোনা ভাইরাসের প্রভাবে কোনো বিদ্যালয় থেকে সরাসরি ভর্তি ফরম দেয়া হচ্ছে না। শুধু অনলাইনেই আবেদন করা যাবে। এ অনলাইন আবেদনের লিংক হলো  https://gsa.teletalk.com.bd । এই প্রক্রিয়াতে অনলাইনে লটারির মাধ্যমে ৩০ ডিসেম্বর ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।

গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদনের সবধরনের নিয়মাবলি প্রকাশ করা হয়েছে। বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় অবস্থিত সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন এবং এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদনপত্র পূরণ ও ফি প্রদানসংক্রান্ত সকল নিয়মাবলি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত বলা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply