fbpx

ভাইরালের পথে ‘ব্যবসার পরিস্থিতি’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখন ভাইরালের পথে ‘ব্যবসার পরিস্থিতি’। আলী হাসানের লেখা, সুর ও গাওয়া র‌্যাপ গানটি এখন শুনছেন অনেকেই।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, পণ্যের মূল্য বৃদ্ধির এক বাস্তব চিত্র ফুটে উঠেছে এই গানে। যদিও আলী হাসান বলেছেন তিনি তার জীবনের বাস্তবতাই তুলে এনেছেন।

গানটিতে হাসানের সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন, সাদি, মানাম, আমিন আলি, উদয়, রাকিব হাসান, মারুফ খান, সিয়াম হাওলাদার ও রিজান।

গানটির মিউজিক ভিডিও তৈরি করেছেন নাসিমুল মুর্ছালিন। জি সিরিজ মিউজিকে গানটি প্রকাশ পেয়েছে।

ফেসবুকে গানটি শেয়ার করে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লিখেন, ‘এইটা একটা আসল সোনা। শিল্পের কাজ তার সময়কে ধরা। এই গানে এর কারিগররা সময়ের বুকে বইসা সারিন্দা বাজাচ্ছে রীতিমতো! এই গানটা বানাইছে কে বা কারা জানলে একটু তাদের আমার হইয়া সালাম দেন। এবং নামটা আমারে জানান যাতে যুক্ত করতে পারি।’

র‌্যাপার আলী হাসানের গাওয়া ‘ফকিন্নি’ ও ‘ধর মার’ গান দুটি এর আগে প্রকাশ পেয়েছিল।

Advertisement
Share.

Leave A Reply