fbpx

ভারতজুড়ে বনধের ডাক কৃষকদের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের নতুন তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে আগামী ৮ ডিসেম্বর দেশজুড়ে বনধের ডাক দিয়েছেন আন্দোলনরত কৃষকরা।

কেন্দ্রের সঙ্গে দু’দফা বৈঠকে বসেও কোনও ফল পাননি কৃষকরা। শনিবার আবারও বৈঠকে বসার কথা রয়েছে দু’পক্ষের। কিন্তু দিল্লি সীমান্তে কৃষকদের এখন একটাই দাবি, প্রত্যাহার করতে হবে নতুন কৃষি আইন। প্রয়োজনে কেন্দ্রীয় সরকারকে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানান আন্দোলনকারীরা। হুমকি দিয়েছেন দিল্লির রাস্তা বন্ধ করে রাখার।

কৃষকরা জানান, সমস্ত মহাসড়কের টোল গেট অবরুদ্ধ করে দেবেন তাঁরা। কৃষক নেতা হরিন্দর সিং লাখোয়ালের বলেন, ‘আরও বহু মানুষ আমাদের সাথে আন্দোলনে যোগ দিতে চলছেন।’ তিনি আরও জানান,শনিবার কেন্দ্রের সাথে বৈঠকে বসলেও তারা কৃষি আইন প্রত্যাহারের দাবিতেই অটুট থাকবেন তারা।

এর আগে, ১ ডিসেম্বর কৃষক নেতাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। তিনি কৃষক নেতাদের নিয়ে পৃথক আর একটি কমিটি গঠনের প্রস্তাব দিলে, আন্দোলনকারীরা তা মানতে রাজি হননি।

Advertisement
Share.

Leave A Reply