fbpx

ভারতীয় নির্বাচন কমিশনকে দুষলেন অনুপম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সবসময় নিজের মতো থাকতেই পছন্দ করেন ভারতীয় সঙ্গীতশিল্পী অনুপম রায়। কোনো ঝামেলার ভেতর থাকতে পছন্দ করেন না এই গায়ক। আর তাইতো তার কণ্ঠ গেয়ে ওঠে ‘আমাকে আমার মতো থাকতে দাও।’

এই গানটি লিখেছিলেন ১০ বছর আগে। ১০ বছর বেশ লম্বা সময়। আর এই সময় পেরিয়ে এসে বর্তমানে তার উপলব্ধি ‘মানুষ ভালো নেই।’

এর পেছনে দুটি কারণ মনে করেন অনুপম। প্রথম কারণ, করোনা মহামারী এবং দ্বিতীয় কারণ, ভারতীয় নির্বাচন  কমিশন।’ অনুপমের কথায়, পশ্চিমবঙ্গের ৮ দফা বিধানসভা নির্বাচন এই সঙ্কটকে আরও বাড়িয়ে তুলেছে। আর এসব কারণেই মানুষ ভালো নেই, মানুষের মনও ভালো নেই।

অসংখ্য মৃত্যুমিছিলে শিক্ষাব্যবস্থা স্তব্ধ। রোগ ঠেকাতে লকডাউন চলছে ভারতেও। শিল্পী থেকে চাকরিজীবী, সবার সংসার অচল। ক্রমশ ভাঙছে অর্থনৈতিক পরিকাঠামো। অনুপমের আক্ষেপ, যাও বা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল তাকে ফের লাগামছাড়া করল ২০২১ এর বিধানসভা নির্বাচন।

আর এসব কিছু নিয়েই অনুপমের নতুন গান ‘মানুষ ভাল নেই’। যদিও অনুপম জানিয়েছেন, গত বছরেই গানটি বানিয়েছিলেন তিনি। আগামী দিনগুলো যে আরও খারাপ হবে ভাবতে পারেননি তিনি। তাই অতিমারির দ্বিতীয় ঢেউয়ে যখন টালমাটাল দেশ তখন আর দেরি করেননি। সামনে এনেছেন তার নতুন গানটি।

Advertisement
Share.

Leave A Reply