fbpx

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র খুলছে ১১ আগস্ট থেকে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামীকাল থেকে দেশের কঠোর বিধিনিষেধ প্রত্যাহারের প্রেক্ষিতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো আবারও চালু করা হচ্ছে। কাল বুধবার (১১ আগস্ট) থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নেওয়া ছাড়াই আবেদনকারীরা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ভিসার জন্য আবেদন করতে পারবেন।

আজ মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে ঢাকার ভারতীয় হাইক‌মিশন তা‌দের ভে‌রিফা‌য়েড ফেসবু‌কে এক বার্তায় এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছে।

হাইক‌মিশন জানায়, কাল থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আবেদনকারীদের ভিসার আবেদন করার জন্য কোন অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তবে, ‘পর্যটক ভিসা’ ছাড়া সব আবেদন গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয় ওই বার্তায়।

https://www.facebook.com/IndiaInBangladesh/photos/a.4046131858775222/4203159133072493/

উল্লেখ্য, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ১ জুলাই থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে জরুরি ভ্রমণের আবেদনগুলো লকডাউনের সময়ও বিবেচিত হবে বলে সে ঘোষণায় বলা হয়েছিল।

Advertisement
Share.

Leave A Reply