fbpx

ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে সংবর্ধনা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রবিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে ভারতীয় হাইকমিশনারের জন্য ইন্ডিয়ান ইমপোর্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইআইসিসিআই) এবং রূপায়ণ গ্রুপ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে সম্মান জানান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল ও গ্রুপটির ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল।

এরপর ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী তাঁর বক্তব্যে বলেন, ‘দুই দেশের ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্ব আরও দৃঢ় করতে হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ এবং বাংলাদেশের স্বাধীনতা ও বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর দুই দেশ যৌথভাবে পালন করতে অনেকগুলো উদ্যোগ নিয়েছে।’

রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল তাঁর বক্তব্যে, দুই দেশের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের ভূমিকার কথাও স্মরণ করেন তিনি। এ সময় চলমান করোনা মহামারীর টিকায় বাংলাদেশকে সহযোগিতা করার জন্যও ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে ভারতীয় হাইকমিশনারের আহ্বানের প্রতি সমর্থন জানান।

এ সময় উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ইমপোর্টাস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর চেয়ারম্যান অতুল কুমার সাক্সেনা, ইম্পেরিয়াল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও আই আই সি সি আই এর ভাইস চেয়ারম্যান সৈয়দ শামীম রেজা, আই আই সি আই এর পরিচালক টি কে পান্ডে, রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন উর রশীদ, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা সাদাত হোসেন সেলিম, উপদেষ্টা আবদুল গাফফার, রূপায়ণ ল্যান্ড ডিপার্টমেন্ট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবুল কালাম আজাদ সহ আইআইসিসিআই এর সদস্য এবং রূপায়ণ গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা।

Advertisement
Share.

Leave A Reply