fbpx

ভারতের উপহারের আরও ৪০ টি অ্যাম্বুলেন্স পৌঁছেছে বেনাপোলে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহারস্বরূপ তৃতীয় চালানে আরও ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে।

বেনাপোল শুল্কভবনের চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে ভারতের পেট্রাপোল বন্দর থেকে প্রতিশ্রুত উপহারের ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে ঢুকেছে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আশরাফ আলী অ্যাম্বুলেন্সগুলো গ্রহণ করেন। এ নিয়ে উপহারের ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের মধ্যে ৭১টি অ্যাম্বুলেন্স দেশে এসেছে বলে জানান তিনি।

বেনাপোলে উত্তরা মোটরসের প্রতিনিধি মেহেদি হাসান বলেন, ‘উপহার হিসেবে আসা এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে। যাতে কার্ডিয়াক রোগী বহনের সুযোগ থাকছে।’

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, ২০২১সালের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরে স্বাস্থ্যসেবা উন্নয়ন ও কোভিড-১৯ মহামারী মোকাবেলায় যৌথ প্রচেষ্টায় অংশ হিসেবে বাংলাদেশ সরকারকে ১০৯টি ‘লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স’ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন নরেন্দ্র মোদি।

বেনাপোল স্থলবন্দরে ছাড়পত্র পাওয়ার পর এগুলো ঢাকার পথে নেওয়া হবে। বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে বাংলাদেশে আসবে বলেও জানান তিনি।

Advertisement
Share.

Leave A Reply