fbpx

ভারতের গম রপ্তানিতে নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য নয়  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গম রপ্তানিতে ভারত যে নিষেধাজ্ঞা দিয়েছে, সেটি বাংলাদেশের জন্য প্রযোজ্য নয় বলে জানিয়েছে ঢাকার ভারতীয় দূতাবাস। এ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কোনো কারণ নেই বলেও জানিয়েছে দেশটি।

সোমবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় দূতাবাস জানায়, সম্প্রতি ভারত থেকে গম রপ্তানিতে দেয়া নয়াদিল্লির নিষেধাজ্ঞা প্রতিবেশীদের জন্য নয়। এরই মধ্যে গম ক্রয়-বিক্রয় সংক্রান্ত যে চুক্তিগুলো হয়েছে, সেটিও এই নিষেধাজ্ঞার বাইরে রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ভারতের অভ্যন্তরীণ খাদ্যের চাহিদা পূরণ, খাদ্য মূল্যস্ফীতি রোধের পাশাপাশি প্রতিবেশী দেশের খাদ্য নিরাপত্তার উদ্বেগ বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক বাজারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এটি স্পষ্ট করা হচ্ছে যে, ভারত থেকে গমের বাণিজ্যিক রপ্তানির উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কিন্তু এই নির্দেশাবলী রপ্তানির জন্য ইতিমধ্যে চুক্তিবদ্ধ গমের চালানের উপর কোনো প্রভাব ফেলবে না। এই নির্দেশাবলী ভারতের প্রতিবেশী এবং অন্যান্য দেশগুলোতে গম রপ্তানি বন্ধ করবে না।

উল্লেখ্য, গত শুক্রবার গম রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে ভারত। এতে দেশে গমের বাজার অস্থির হয়ে ওঠে।

Advertisement
Share.

Leave A Reply