fbpx

ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের পাঁচ রাজ্যের নির্বাচনের ভোটের ফল প্রকাশ হবে আজ। শুরু হয়ে গেছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। উত্তর প্রদেশ, পাঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড ও মনিপুরে কোন দল ক্ষমতায় আসছে উত্তর মিলবে।

এবার উত্তর প্রদেশের বিধানসভা ভোটে পদ্মশিবিরের প্রচারে মোদীর পাশাপাশি সমান ভাবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম। বুথফেরত প্রায় সমস্ত সমীক্ষায় উত্তর প্রদেশে বিজেপি এগিয়ে রয়েছে।

টানা দ্বিতীয় বার লখনৌয়ের কুর্সি দখল করতে পারলেই ভবিষ্যতে প্রধানমন্ত্রীর দৌড়ে অমিত শাহের সাথে প্রতিদ্বন্দী হয়ে উঠতে পারেন তিনি। দলের একাংশ এমনটাই মনে করছেন।

ভারতের জাতীয় নির্বাচনে ৪৪৫ টি আসনের মধ্যে ৮০ টা উত্তর প্রদেশের। যে দল এ প্রদেশের সবচেয়ে বেশি আসন পায়, তাদের পক্ষেই দিল্লির মসনদে বসার সুযোগ বেশি থাকে। এ প্রদেশ থেকেই সবচেয়ে বেশি প্রধানমন্ত্রী পেয়েছে ভারত।

বুথফেরত শেষ খবর পাওয়া পর্যন্ত- 

উত্তর প্রদেশ: ( আসন সংখ্যা- ৪০৩)

উত্তর প্রদেশে ২৬৯ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। সমাজবাদী পার্টি ১২৯ আসনে, কংগ্রেস চারটি আসনে এগিয়ে রয়েছে বলে খবর পাওয়া গেছে।

পাঞ্জাব: ( আসন সংখ্যা- ১১৭)

পাঞ্জাবে বড় ব্যবধানে এগিয়ে আম আদমি পার্টি। এখানে ৮৮ আসনে আম আদমি পার্টির এগিয়ে থাকার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। কংগ্রেস ১৩ ও বিজেপি ৫ আসনে এগিয়ে রয়েছে।

উত্তরাখণ্ড: (আসন সংখ্যা-৭০)

এ প্রদেশেও ক্ষমতাসীনদের এগিয়ে থাকার খবর পাওযা গেছে। এখন পর্যন্ত বিজেপি ৪৪ আর কংগ্রেস ২১ আসনে এগিয়ে রয়েছে বলে খবর এসেছে।

গোয়া: ( আসন সংখ্যা-৪০)

এখন পর্যন্ত এখানে বিজিপি ১৯ আসনে এগিয়ে রয়েছে বলে জানা গেছে। কংগ্রেস ১২, তৃণমূল ৫, আম আমদি পার্টি ১ আসনে এগিয়ে থাকার খবর পাওয়া গেছে।

মনিপুর: ( আসন সংখা-৬০)

মনিপুরে ২৪ আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস ১২ আসনে।

Advertisement
Share.

Leave A Reply