fbpx

ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশ সশস্ত্র বাহিনী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২৬ জানুয়ারি ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসে উপলক্ষ্যে দিল্লির রাজপথে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নিয়েছে বাংলাদেশের তিন বাহিনীর সদস্যরা। এই প্রথম দেশটির প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিলো বাংলাদেশ সশস্ত্র বাহিনী।

প্যারেডে বাংলাদেশ বাহিনীকে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল আবু মোহাম্মদ শাহনুর শাওন। বাংলাদেশ বিমান, নৌ এবং সেনাবাহিনীর ১২২ জন সদস্য অংশ নেন এ প্যারেডে। মুক্তিযুদ্ধে ভারতের অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই কুচকাওয়াজে সামিল হয়েছে বাংলাদেশ।

এ নিয়ে তৃতীয়বার ভারতীয় প্যারেড গ্রাউন্ডে বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি থাকলো। এর আগে ২০১৬ সালে দেশটির প্রজাতন্ত্র দিবসে অংশ নেয় ফ্রান্স। এরপরের ২০১৭ সালে অংশগ্রহণ করেছিল সংযুক্ত আরব আমিরাত।

 

Advertisement
Share.

Leave A Reply