fbpx

ভারতের মনিপুরে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৪

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের মনিপুরে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। আহত অনেকে। এখনও নিখোঁজ ৩৮ জন। শনিবার সকালে স্থানীয় কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাজ্যের বন্যা পরিস্থিতির মধ্যেই বুধবার রাতে ননি জেলার টুপুল ইয়ার্ড রেলওয়ে কন্সট্রাকশন সাইটের কাছের সেনা ক্যাম্পে ভূমিধস হয়। নিহতদের মধ্যে ১৮ জনই সেনা সদস্য।

শুক্রবার সন্ধ্যায় এক টুইটার পোস্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় জানান, নিহত সেনাদের মধ্যে তার রাজ্যের ৯ সেনা সদস্য রয়েছেন।

কাঁদা-মাটিতে চাপা পড়ে থাকা ১৩ জন আর্মি সদস্য ও ৫ জন বেসামরিক নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনও অভিযান চলছে। মনিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন। সেই সাথে আহতদের দেয়া হবে ৫০ হাজার টাকা করে।

Advertisement
Share.

Leave A Reply