fbpx

ভারতের যমুনা নদীতে বিষাক্ত ফেনা, তাতেই চলছে পূণ্যস্নান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement
ভারতের যমুনা নদীতে বিষাক্ত ফেনা, তাতেই চলছে পূণ্যস্নান

ছবি: সংগৃহীত

দেখলে মনে হবে মেঘের রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন এই লোক। তবে একেবারেই উল্টো। মেঘ নয় নদীতে স্নানে নেমেছেন তিনি। আর নদীতে তুলোর মতো ভেসে থাকা এইগুলো আসলে ময়লা আবর্জনা ও নানা রকম ক্যামিক্যাল থেকে হওয়া বিষাক্ত ফেনা।

ভারতের যমুনা নদী। সনাতন ধর্ম অনুসারীদের কাছে এটা অন্যতম পবিত্র নদী। দিল্লির এই দূষিত নদীতেই পূণ্যস্নান সারছেন ভক্তরা।

ভারতের যমুনা নদীতে বিষাক্ত ফেনা, তাতেই চলছে পূণ্যস্নান

ছবি: সংগৃহীত

শনিবার থেকে চার দিন ব্যাপী ছট পূজা উপলক্ষে হাজার হাজার পূণ্যার্থী এই নদীর তীরে সমবেত হয়েছেন। দূষিত পানিতে স্নান করার জন্য চর্মরোগসহ বিভিন্ন রোগেও আক্রান্ত হচ্ছেন তারা। দিল্লির অর্ধেক মানুষের খাবার পানিসহ ব্যবহার্য পানি সরবারাহ হয় এই নদী থেকে। বাসিন্দাদের বড় একটা অংশই তাই স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।

ভারতের যমুনা নদীতে বিষাক্ত ফেনা, তাতেই চলছে পূণ্যস্নান

ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, পরিবেশ বিজ্ঞানীরা বলছেন যমুনার পানিতে অ্যামেনিয়া ও ফসফেটের মাত্রা অনেক বেড়ে গেছে। এছাড়া কল-কারখানার বর্জ্র পদার্থ যমুনা নদীর পানিতে অতিরিক্ত পরিমাণ মিশে যাওয়ায় দূষণ মারক্তক আকার ধারণ করেছে। আর তা থেকেই এমন ফেনা হচ্ছে।

ভারতের যমুনা নদীতে বিষাক্ত ফেনা, তাতেই চলছে পূণ্যস্নান

বিষাক্ত পানিতে এখন মাছও কমে এসেছে। ছবি: সংগৃহীত

এর মধ্যেই দিল্লি শহর বিশ্বের শীর্ষ বায়ু দূষণের মধ্যে একটি। সেই সাথে নদী দূষণ শহরটিতে মানুষের থাকার জন্য দিন দিনই অযোগ্য হয়ে উঠছে।

এই দূষণের জন্য, দিল্লি ও আশেপাশের রাজ্যের অনিয়ন্ত্রিত কলকারখানার ক্যমিক্যাল ও বর্জ পদার্থকেই দায়ি করছে বাসিন্দারা। সেই সাথে সরকারি অব্যবস্থাপনার দিকেও আঙ্গুল তুলেছেন। আর কতটা দূষণ হলে, মানুষ তার নিজের প্রয়োজনেই পরিবেশ রক্ষার কথা গুরুত্বের সাথে ভাববে এটাই যেন প্রশ্ন হয়ে দাঁড়িয়িছে।

ভারতের যমুনা নদীতে বিষাক্ত ফেনা, তাতেই চলছে পূণ্যস্নান

ছবি: সংগৃহীত

ভারতের যমুনা নদীতে বিষাক্ত ফেনা, তাতেই চলছে পূণ্যস্নান

Advertisement
Share.

Leave A Reply