fbpx

ভারতের রাষ্ট্রপতি এখন ঢাকায়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ ঢাকায় পৌঁছেছেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে তিনি ঢাকায় এসেছেন।

বুধবার (১৫ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। রাষ্ট্রপতি হিসেবে এটি তার প্রথম বাংলাদেশ সফর।

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ সময় বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে স্বাগত জানান। এ সময় সেখানে রামনাথ কোবিন্দকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।

প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে থাকছেন ভারতের ফাস্টলেডি, রাষ্ট্রপতির কন্যা, শিক্ষা প্রতিমন্ত্রী, দু’জন সংসদ সদস্য ও ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভারতীয় রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী, বিমানবন্দর থেকে সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তিনি। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে সেখান থেকে যাবেন ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে।

জাদুঘর পরিদর্শনের পর সোনারগাঁও হোটেলে যাবেন কোবিন্দ। সফরে এখানেই থাকছেন তিনি। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন।

আশা করা হচ্ছে, এ সাক্ষাতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও আলাদাভাবে ভারতের রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সাথে সাক্ষাৎ করবেন।

এরপর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেওয়া নৈশভোজে যোগ দেবেন রামনাথ। সফরের দ্বিতীয় দিন ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে ভারতের রাষ্ট্রপতি ‘গেস্ট অব অনার’ হিসাবে বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন।

Advertisement
Share.

Leave A Reply