fbpx

ভারতে আইফোন-১৩ এর উৎপাদন শুরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চীনের সরবরাহ ব্যবস্থার ওপর নির্ভরতা কমাতে ভারতে আইফোন ১৩ এর উৎপাদন শুরু করেছে অ্যাপল। মার্কিনী এই প্রতিষ্ঠানের হয়ে তাইওয়ানের প্রতিষ্ঠান ফক্সকন চুক্তিভিত্তিক উৎপাদন কাজ চালায়।

সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ভারতের দক্ষিণ তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে অবস্থিত ফক্সকন কারখানায় আইফোনের সর্বশেষ সংস্করণের উৎপাদন কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

কয়েক বছর ধরে চীনের বাইরে আইফোন উৎপাদনের কাজ শুরু করেছে অ্যাপল। এরই অংশ হিসেবে এবার ভারতে আইফোন ১৩ উৎপাদন শুরু করেছে এই টেক জায়ান্ট।

ভবিষ্যতে ভারতীয় কারখানায় আইপ্যাড নির্মাণেরও পরিকল্পনা করছে অ্যাপল, এমনটি জানিয়েছে রয়টার্স।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো প্রযুক্তি পণ্য উৎপাদনের জন্য চীনের কারখানার ওপর নির্ভরশীল ছিল। সম্প্রতি এই পরিস্থিতির পরিবর্তন হয়েছে।

চুক্তিভিত্তিক হার্ডওয়ার উৎপাদকদের কাছে ক্রমশ কদর বাড়ছে ভারত, মেক্সিকো এবং ভিয়েতনামের মতো দেশগুলোর। এসব প্রতিষ্ঠানগুলো  চীনের ওপর থেকে নির্ভরতা কমিয়ে উৎপাদন প্রক্রিয়া বহুমুখী করার চেষ্টা করছে।

২০১৭ সালে অ্যাপল প্রথম ভারতে উৎপাদন কাজ শুরু করে। ভারতীয় কারখানায় উৎপাদিত চতুর্থ আইফোন মডেল হতে যাচ্ছে আইফোন-১৩।

Advertisement
Share.

Leave A Reply