fbpx

ভারতে আবারও বেড়েছে করোনা সংক্রমণ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩ লাখ ৬২ হাজার রোগী। মারা গেছে চার হাজার ১২০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট তিন লাখ ৫২ হাজার ১৮১ জন। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে।

এর আগে গত মঙ্গল ও বুধবার খানিকটা কমেছিল শনাক্তের হার। বুধবার দেশটিতে দৈনিক শনাক্তের সংখ্যা ছিল তিন লাখ ৪৮ হাজার ৪২১। তবে বৃহস্পতিবার সংক্রমিতের সংখ্যা আবারও বেড়ে যায়।

দেশটির অনেক বড় শহরগুলোতেই ভেঙ্গে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। হাসপাতালে শয্যা নেই, ফুরিয়ে এসেছে অক্সিজেনের স্টক। অভিযোগ উঠছে, দেশের অনেক হাসপাতালে নেই পর্যাপ্ত পরিমাণ টিকার ডোজ।

এখনই সংক্রমণ নিয়ন্ত্রণে নেয়া না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।

উদ্বেগ বাড়ছে পশ্চিমবঙ্গে। এই রাজ্যে নতুন শনাক্ত হয়েছে ২০ হাজারেরও বেশি রোগী।

তবে কিছুটা স্বস্তি ফিরেছে দিল্লি ও উত্তর প্রদেশে। এখানে সংক্রমণ অনেকটাই কমেছে। ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৩ হাজার ২৮৭ জন। যা আগের দিনের তুলনায় প্রায় ১৭.০৩ শতাংশ কম।

Advertisement
Share.

Leave A Reply