fbpx

ভারতে আশ্রয় নেয়ার চেষ্টা করছেন মিয়ানমারের অনেক বাসিন্দা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর, সেনা বাহিনীর দমন নিপীড়নে পালিয়ে ভারতে আশ্রয় প্রার্থনার সংখ্যা বাড়ছে। সীমান্ত এলাকায় বহু মানুষ ভারতে ঢোকার চেষ্টা করছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য দিয়েছে।

তৃতীয়বারের চেষ্টায় ভারতে ঢুকেছেন ৪২ বছর বয়সী মিয়ানমারের নারী মাখাই (ছদ্মনাম)। ঘরবাড়ি ছেড়ে জঙ্গলের ভেতর দিয়ে মণিপুরে ঢুকেছেন তিনি। মণিপুর সীমান্তবর্তী তামু জেলায় বাড়ি মাখাইয়ের।

মাখাই বিবিসিকে বলেন, ‘নিজেদের রক্ষায় এ ছাড়া আর কোনো পথ খোলা ছিল না সামনে।’

মণিপুর রাজ্য সরকার সম্প্রতি জানিয়েছে, মিয়ানমার থেকে আসা সবাইকে শান্তিপূর্ণভাবে ফিরিয়ে দিতে হবে। চিকিৎসা ও খাদ্যসামগ্রী নিতে মিয়ানমার থেকে আসা লোকজনকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী।

এ ছাড়া পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচন চলায় অভিবাসন নিয়ে ভীষণ কড়া নজরদারিতে রয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

Advertisement
Share.

Leave A Reply