fbpx

ভারতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দর্শণীয় স্থান বন্ধের নির্দেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পশ্চিম বঙ্গে নির্বাচনী উত্তাপের সাথে বাড়ছে করোনার প্রকোপও। প্রতিদিনই সংক্রমণের রেকর্ড ভাঙ্গছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্ধ করে দেয়া হয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে থাকা শহরের একাধিক দর্শনীয় স্থান। বৃহস্পতিবার কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রণালয় এই নির্দেশ দেয়।

এর মধ্যে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, বিড়লা তারামণ্ডল, সায়েন্স সিটির মত দর্শনীয় স্থানগুলো।

শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় এএসআইয়ের অধীনে থাকা দেশের সব মিউজিয়াম, স্মৃতিসৌধ আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

দেশটিতে এএসআইয়ের অধীনে রয়েছে ৩৬৯৩টি স্মৃতিসৌধ এবং ৫০টি মিউজিয়াম। তাতে নাম রয়েছে তাজমহল, পুরীর জগন্নাথ মন্দির, সোমনাথ মন্দিরসহ একাধিক দর্শনীয় স্থানের।

গত দুই দিন ধরেই ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে।

Advertisement
Share.

Leave A Reply