fbpx

ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যু কমছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ দিন দিন নিয়ন্ত্রণের আসছে। বাড়ছে সুস্থতার হার। কমছে শনাক্ত ও মুত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছে ৭০ হাজার ৪২১ জন। যা গত ৭২ দিনের মধ্যে সর্বনিম্ন।

একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯২১ জনের। আর সুস্থ হয়েছে ১ লাখ ১৯ হাজার ৫০১ জন। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পশ্চিমবঙ্গেও কমেছে সংক্রমণ ও মৃত্যুর হার। পরিস্থিতি ভালর দিকে হওয়ায়, লোকাল ট্রেন পরিষেবা চালু করার আবেদন জানিয়ে পরিবহণসচিবকে চিঠি দিয়েছে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল।

সংক্রমণ কমে আসায় রাজধানী দিল্লির লকডাউন শিথিল করা হচ্ছে। সোমবার ৫০ শাতাংশ গ্রাহক নিয়ে খুলে যাচ্ছে শপিং মল ও রেস্তোরা। সাতদিন পরীক্ষামূলকভাবে এই গাইডলাইন অনুসরণ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

দেশটিতে করোনা শনাক্তের সংখ্যা এখন তিন কোটি ছোঁয়ার পথে। এ পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৭৪ হাজারেরও বেশি জন।

Advertisement
Share.

Leave A Reply