fbpx

ভারতে কুম্ভমেলাকে ঘিরে বাড়ছে করোনা সংক্রমণের শঙ্কা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের উত্তরাখণ্ডে আগামী ১ এপ্রিল হতে যাওয়া কুম্ভমেলাকে কেন্দ্র করে করোনা সংক্রমণ ছড়িয়ে পরতে পারে বলে উদ্বেগ বাড়ছে। হরিদ্বারে পুণ্যার্থীদের ভিড়ে সংক্রমণ বাড়তে পারে এমন আশঙ্কায় রবিবার রাজ্য সরকারকে সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার।

এক চিঠেতে সংক্রমণ নিয়ন্ত্রণে রাজ্য সরকারের প্রস্তুতি যথেষ্ট নয় বলে জানিয়েছে কেন্দ্র সরকার। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য দিয়েছে।

ভারতে কুম্ভমেলাকে ঘিরে বাড়ছে করোনা সংক্রমণের শঙ্কা

পূর্ণকুম্ভ আয়োজিত হয় প্রতি ১২ বছর পরপর। এবার মেলায় ১৫ কোটিরও বেশি মানুষের সমাগম হতে পারে বলে আশা করা হচ্ছে। হিন্দুধর্মালম্বীদের বিশ্বাস, গঙ্গায় স্নান করলে পাপমুক্ত হয়, একই সাথে পুনর্জন্মের চক্র থেকে মুক্ত হওয়া যায়।

ধর্মীয় সমাগম শুরুর আগেই উত্তরাখণ্ডে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠায় কেন্দ্র। তাদের দেওয়া প্রতিবেদনে বলা হয়, কুম্ভমেলার আশেপাশের এলাকায় প্রতিদিন গড়ে প্রায় ৪০ জন করোনা আক্রান্ত হচ্ছেন।

উত্তরাখণ্ড রাজ্যের তরফ থেকে বলা হয় প্রতিদিন ৫৫ হাজার করোনা টেস্ট করা হচ্ছে। তবে এটা যথেষ্ট নয় বলে জানায় কেন্দ্রীয় সরকার।

Advertisement
Share.

Leave A Reply