fbpx

ভারতে কৃষকদের ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের বিতর্কিত দিনটি কৃষি আইন বাতিলের দাবিতে শনিবার হাজার হাজার কৃষক রাজপথে তিন ঘণ্টার ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি পালন করেন। আন্দোলনকারীরা রাস্তার ওপর তাবু গেড়ে, ট্রাক্টর, ট্রাক ও বোল্ডার রেখে দেশজুড়ে সড়ক অবরোধ করেন।

শনিবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে পালিত হয় এই অবরোধ। প্রধানত অবরোধ হয় পাঞ্জাব ও হরিয়ানার ১৫ জেলার ৩৩টি সড়কে। সব জায়গাতেই কৃষকদের হাতে ছিল জাতীয় পতাকা। যান-চলাচল একেবারে বন্ধ রাখা হলেও অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার ক্ষেত্রে ছাড় দেয়া হয়।

কৃষি আইন বাতিলের দাবিতে দুই মাসেরও বেশি সময় ধরে রাজধানী দিল্লিতে অবস্থান নিয়েছেন লাখো কৃষক। তীব্র ঠাণ্ডার উপেক্ষা করেই জাতীয় মহাসড়কগুলোতে রাত কাটাচ্ছেন তারা।

গত বছর সেপ্টেম্বরে, দেশটির কৃষিখাত সংস্কারের তিনটি কৃষি আইন পাস হয়। মোদী সরকারের দাবি, নতুন আইনে মধ্যসত্ত্বভোগীদের অত্যাচার থেকে মুক্তি পাবে কৃষক। তবে কৃষকরা মনে করছেন, এই আইনে বড় প্রতিষ্ঠানগুলোই লাভবান হবে এবং ক্ষতির মুখে পড়বেন তারা। সেখান থেকে দুই মাসেরও বেশি সময় ধরে টানা বিক্ষোভ করে আসছেন হাজারো কৃষক।

Advertisement
Share.

Leave A Reply