fbpx

ভারতে কোভিডের নিউওয়েভ, লকডাউনে নাগপুর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কোভিড- ১৯ ভাইরাসের নিউওয়েভ যেন আবার হামলে পড়েছে। আবার করোনা সংক্রমণ বেড়েছে প্রতিবেশি দেশ ভারতে। পরিস্থিতি ঠেকাতে আবার লকডাউন দেয়া হয়েছে মহারাষ্ট্রের নাগপুরে।

শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৩ হাজার ছাড়িয়েছে। চলতি বছর এ নিয়ে তৃতীয়বার নতুন সংক্রমণ ২০ হাজার পার করলো।

টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাগপুর এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। প্রাথমিকভাবে ১৫ থেকে ২১ মার্চ পর্যন্ত এই লকডাউন জারি থাকবে।

ভারতে কোভিডের নিউওয়েভ, লকডাউনে নাগপুর

লকডাউনে নাগপুরের সড়ক। ছবি: টাইমস অব ইন্ডিয়া

খবরে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে ১৪ হাজার ৩১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু নাগপুরেই সংক্রমিত হয়েছেন দুই হাজার ১৫০ জন।

Advertisement
Share.

Leave A Reply