fbpx

মুম্বাইয়ে কোভিড হাসপাতালে আগুন, নিহত অন্তত ১০

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ে, একটি কোভিড হাসপাতালে আগুন লেগে নিহত হয়েছে অন্তত ১০ জন। আহত হয়েছে আরও অনেকে।

হাসপাতালটিতে বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগে। ২২টি ইঞ্জিনের চেষ্টায় শুক্রবার সকালে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন ৮০ জনেরও বেশি  রোগী। এর মধ্যে ৭০ জনেরও বেশি জনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

দমকল বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, এখন কোনও রোগী হাসপাতালের ভিতর আটকে নেই। সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্য়ে অনেকেই গুরুতর আহত হয়েছেন।

জানাগেছে, হাসপাতাল ভবনটির দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কিভাবে আগুন লাগে তা এখনো পরিস্কার নয়। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত মুম্বাই। হাসপাতালগুলোতে নতুন করে বেড়েছে রোগীর ভিড়। এর মধ্যেই এই দুর্ঘটনা ঘটলো।

Advertisement
Share.

Leave A Reply