fbpx

গাড়ি চাপায় কৃষক নিহতের জেরে বিক্ষোভে উত্তাল ভারত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে রবিবার গাড়ি চাপায় চার কৃষকসহ ছয় জনের মৃত্যুর ঘটনায় আন্দোলন ছড়িয়ে পড়েছে ভারত জুড়ে।

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিন্দায় সোচ্চার হয়ে উঠেছে বিরোধীরা।

আন্দোলনের মুখে, নিহত চার কৃষকের পরিবারকে ৪৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। তাদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেয়ার প্রতিশ্রুতিও দেয়া হয়েছে। সেই সাথে গাড়ি চাপায় আহত কৃষকদেরও ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

রবিবার, বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে উত্তর প্রদেশে বিক্ষোভ হয়। অভিযোগ ওঠে, কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিষ মিশ্রের গাড়ি আন্দোলনরত কৃষকদের চাপা দেয়। এতে নিহত হন চার কৃষকসহ ৬ জন। বাকি দুজনের এক জন গণমাধ্যম কর্মী ও অন্যজন বিজেপি কর্মী।

Advertisement
Share.

Leave A Reply