fbpx

ভারতে প্রতিষ্ঠিত হল ‘করোনা মাতা’ মন্দির

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আদিম সমাজে নানা রকম ভয় থেকে প্রতীকী পুজো শুরু হয়েছিল। শিকার নির্ভর সমাজে প্রচলিত ছিল বন দেবীর পুজো, সূর্য পুজোসহ আরও অনেক পুজো। আবার কোথাও কোথাও বাঘ-ভাল্লুক, কুমিরসহ নানা রকম প্রাণীর পুজো হত। গুহা মানবদের গুহায় এমন ছবির নিদর্শন মেলে। আসলে ভয়কে জয় করার ভাবনা বা ভয়কে বসে আনতেই এমন পুজো করতেন তারা- এমনটাই মনে করেন নৃতাত্ত্বিক ও ইতিহাসবিদরা।

এতো গেলে সে যুগের কথা। হাজার পছর পেড়িয়ে এখনও ভয়কে জয় করতে নতুন নতুন দেবীর পুজো শুরু হচ্ছে। তাও আবার এমন দেশে যে দেশ কিনা চাঁদে অভিযানে মহাকাশ যান পাঠিয়েছে। ভাবা যায়?

বলছি ভারতের কথা। গোটা দেশই এখন করোনার ঢেউয়ে জুবুথুবু। ভ্যাকসিন কর্মসূচি ও নানা রকম বিধিনিষেধ দিয়ে দেশজুড়ে যখন করোনা মোকাবিলার চেষ্টা চলছে। তখন উত্তর প্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে ভাইরাসটি থেকে রক্ষা পেতে তৈরি করা হয়েছে ‘করোনা মাতা’ মন্দির। রাজ্যের শুক্লাপুর গ্রামে একটি নিম গাছের নিচে এই মন্দির প্রতিষ্ঠিত করা হয়। এই খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমেও।

এরই মধ্যে এই মন্দিরে জড় হয়ে প্রার্থনা করছেন গ্রামবাসীরা। করোনা দেবীকে অর্ঘ হিসেবে দেয়া হচ্ছে গঙ্গা জল ও ফুল।

ভক্তরা বিশ্বাস করেন, দেবি তাদের প্রার্থনায় তুষ্ট হয়ে তাদের করোনার হাত থেকে রক্ষা করবেন।

তবে কি বলুন তো? এখনও কিন্তু করোনা দেবীতে তুষ্ট করতে পারেননি তারা। গ্রামটিতে এখনো ভাইরাসে আক্রান্ত হচ্ছেন অনেকে।

 

Advertisement
Share.

Leave A Reply