fbpx

ভারতে বন্দি ১৯ বাংলাদেশি অবশেষে দেশে ফিরলো

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন কারাভোগ করা ১৯ বাংলাদেশিকে অবশেষে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

২৮ জানুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটায় সিলেটের বিয়ানীবাজার শেওলা সীমান্ত দিয়ে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কাছে ১৯ জন বাংলাদেশিকে হস্তান্তর করে। তারা ভারতের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন কারাবন্দি ছিলেন।

বাংলাদেশ সীমান্তে প্রবেশের আগে ১৯ বাংলাদেশির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। করোনা টেস্ট এর নেগেটিভ রেজাল্ট থাকায় তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এবং আসাম রাজ্য সরকারের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতায় ১৯ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানায় বিজিবি।

Advertisement
Share.

Leave A Reply