fbpx

ভারতে বাড়ছে করোনা, দিল্লি ও মুম্বাইয়ে কারফিউ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতে এক দিনে করোনা সংক্রমণ বেড়েছে ৫৫ শতাংশ। রাজধানী দিল্লি ও বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে।

বুধবার দেশটির স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে, গেল ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫৮ হাজার ৯৭ জনের শরীরে। বিশেষজ্ঞরা বলছেন এক সপ্তাহে ভাইরাসের দাপট বেড়েছে ছয় গুণ। দৈনিক সংক্রমণের এক তৃতীয়াংশই শনাক্ত হয়েছে দিল্লি ও মুম্বাইতে।

এই দুই শহরেই সাপ্তাহিক ছুটির দিনে কারফিউ জারি করা হয়েছে। শনি ও রবিবার সপ্তাহিক দুই দিন কারফিউ চলবে। সেই সাথে করোনার বিধিনিষেধ বহাল রয়েছে।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্রর জৈন বলেছেন, শহরে করোনা পরীক্ষায় ৮১ ভাগই ওমিক্রণ পজেটিভ ধরা পড়েছে। এ অবস্থায় দেশটিতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।

Advertisement
Share.

Leave A Reply