fbpx

ভারতে হাসপাতালে আগুন, নিহত ১০ শিশু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের মহারাষ্ট্রে একটি হাসপাতালে আগুন লেগে নিহত হয়েছে ১০ টি সদ্যোজাত শিশু। জীবিত উদ্ধার করা হয়েছে আরও ৭ টি শিশুকে। চিকিৎসকরা জানিয়েছেন, নিহত শিশুদের বয়স এক থেকে তিন মাসের মধ্যে।

শুক্রবার দিবাগত রাতে, রাজ্যের ভন্ডারা জেলা জেনারেল হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম বলছে, হাসপাতালটির সদ্যোজাত কেয়ার ইউনিটি থেকে আগুনের সূত্রপাত। প্রাথমিক অনুসন্ধানে শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

জেলা সিভিল সার্জন বলেন, – ‘শুক্রবার রাত দেড়টা নাগাদ হাসপাতালের এসএনসিইউ বিভাগে আগুন লাগে। এ সময় সেখানে ১৭টি শিশু ভর্তি ছিল। এর মধ্যে ৭ শিশুকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি ১০ জনকে বাঁচানো যায়নি।’

এই ঘটনার, নিহত শিশুদের পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। তাদের দাবি, নবজাতক বিভাগে যে ধরনের সুরক্ষা ব্যবস্থা থাকা উচিত, হাসপাতালটিতে তার কিছুই ছিল না। ছিল না পর্যাপ্ত স্টাফও।

এ ঘটনাকে ‘হৃদয় বিদারক ট্র্যাজেডি’ বলে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement
Share.

Leave A Reply