fbpx

ভারত আয়োজন করবে ‘কনসার্ট ফর বাংলাদেশ’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে এবার ভারত আয়োজন করবে ‘কনসার্ট ফর বাংলাদেশ’। রবিবার (১৪ মার্চ) ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস- আইসিসিআর এই কনসার্টের আয়োজন করবে বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যুক্তরাষ্ট্রের মেডিসন স্কয়ারে ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশের’ আয়োজন করা হয়। এই কনসার্টের নেতৃত্বে ছিলেন জর্জ হ্যারিসন এবং রবিশঙ্কর। এর মূল লক্ষ্য ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পূর্ব পাকিস্তানের শরণার্থী সঙ্কট সম্পর্কিত আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি।

এবার এই কনসার্টের নেতৃত্বে থাকবেন জর্জ হ্যারিসনের ছেলে ধ্যানি হ্যারিসন ও রবিশংকরের মেয়ে আনুশকা শংকর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় কনসার্ট আয়োজনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়। তবে এই কনসার্ট হবে আগামী বছর।

Advertisement
Share.

Leave A Reply