fbpx

ভারত কয়েক সপ্তাহের মধ্যে টিকা রপ্তানি করবে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

স্থানীয় চাহিদা মেটানোর জন্য ভারত টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দিচ্ছে বলে যে খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এসেছে, তাও সত্য নয় এমনটাই বলেন ওই কর্মকর্তা।

বিশ্বে উৎপাদিত টিকার মধ্যে ৬০ ভাগই উৎপাদন করছে ভারত। বাংলাদেশের মতো অনেক দেশই ভারতের কাছ থেকে টিকা নিতে আগ্রহী।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা মিলে করোনাভাইরাসের যে টিকা তৈরি করেছে, তার উৎপাদন ও বিপণনের সাথে যুক্ত রয়েছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত টিকার সাথে ভারত বায়োটেকের তৈরি করোনাভাইরাসের টিকাও জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য ভারতের ওষুধ খাতের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেয়েছে।

ভারতীয় কর্মকর্তারা আশা করছেন, জানুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ দেশটির নাগরিকদের টিকা দেওয়া শুরু করা যাবে।

এর আগে মঙ্গলবার ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা এক টুইট বার্তায় বলেন, সব দেশে করোনাভাইরাসের টিকা রপ্তানির অনুমতি রয়েছে।

এদিকে, বাংলাদেশ সরকার সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের টিকার তিন কোটি ডোজ কিনতে গত নভেম্বরই চুক্তি করেছে। বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর সোমবার এই টিকা আমদানি ও জরুরি ব্যবহারের অনুমোদনও দিয়ে দিয়েছে।

Advertisement
Share.

Leave A Reply