fbpx

‘ভালবাসা একদিন, শহরকে ভালবাসুন প্রতিদিন’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সুষ্ঠু ও আধুনিক পয়োনিষ্কাশন ব্যবস্থা তৈরি করার জন্য নগরের বাসিন্দাদের অনুরোধ জানিয়ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

১৪ ফেব্রুয়ারি রবিবার গুলশানের একটি হোটেলে পয়োনিষ্কাশন ব্যবস্থাপনা নিয়ে এক কর্মশালায় একথা বলেন তিনি।

মেয়র বলেন, ‘ভবন ও প্রতিষ্ঠানগুলোতে কার্যকরী সেপটিক ট্যাংক তৈরি করা অত্যন্ত জরুরি। বাসা-বাড়ির পানি কোথায় যাবে, কিভাবে আধুনিক উপায়ে নিষ্কাশন হবে, সে বিষয়ে প্রকৌশলীদের সাথে কথা বলে জনগণকে নকশা তৈরি করতে হবে।‘

পয়োনিষ্কাশন ব্যবস্থাপনা এবং ডিস্পোজাল দুটো নিয়েই কাজ করার কথা জানালেন মেয়র। একইসাথে ৩৯টি খাল উদ্ধার করে উন্নয়ন করে আকর্ষণীয় পর্যটন স্পটে পরিণত করা হবে। স্বচ্ছ পানি প্রবাহ নিশ্চিত করে সেখানে মাছ চাষ করা হবে। খাল ও নদীতে নৌ চলাচলের ব্যবস্থা করার কথাও জানান মেয়র আতিক।

মেয়র আরো বলেন, ‘বিভিন্ন জায়গায় অনেকে পাইপ দিয়ে রাস্তা তৈরি করেছে। সেগুলো তুলে নিয়ে দৃষ্টিনন্দন বেইলি ব্রিজ তৈরি করা হবে। চারটি নদীর সাথে সংযোগ স্থাপন করে নৌকা চলাচলের ব্যবস্থা করা হবে। যেনো নৌপথে হাতিরঝিল থেকে কালাচাঁদপুর, বনানী কবরস্থান, কড়াইল বস্তি যাওয়া যায়। এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছি।’

‘ভালবাসা দিবস একদিন, কিন্তু আসুন প্রতিদিন ঢাকা শহরকে ভালোবাসি,’ অনুষ্ঠানে নগরবাসির প্রতি এই আহ্বান জানান আতিকুল ইসলাম।

Advertisement
Share.

Leave A Reply