fbpx

ভাসানচর থেকে পালাতে গিয়ে ২৪ রোহিঙ্গা আটক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নোয়াখালীর ভাসানচর থেকে পালানোর সময় নারী ও শিশুসহ ২৪ জন রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড ও এপিবিএন সদস্যরা।

গতকাল ৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) গভীর রাতে অভিযান চালিয়ে ভাসানচর থানার উত্তর-দক্ষিণ চরের গভীর জঙ্গল থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গাদের মধ্যে ১৪ জন শিশু রয়েছে। তাদের আটকের পর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের সিইসি কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

নোয়াখালীর জেলা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকে এপিবিএন ও কোস্টগার্ডের সদস্যরা গভীর জঙ্গলে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক হওয়া রোহিঙ্গারা জানান, বৃহস্পতিবার রাতে দালালের মাধ্যমে তাদের ভাসানচর থেকে নদীপথে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল।

এ সময় আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম।

Advertisement
Share.

Leave A Reply