fbpx

ভূমধ্যসাগর থেকে পাঁচ শতাধিক বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে আটক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে নিজের ভাগ্য বদল করতে গিয়ে প্রতি বছরেই প্রাণ যায় শত শত মানুষের। তাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাটাও কম না। কেউ মারা যায়, কেউ ধরা খায় পুলিশের হাতে।

গত শনিবার লিবিয়ার ভূমধ্যসাগরের উপকূল থেকে পাঁচ শতাধিক বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে
স্থানীয় পুলিশ। ত্রিপোলির পূর্ব উপকূল থেকে ইউরোপে পাড়ি দেয়ার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, লিবিয়াস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামান দেশটির পুলিশ কর্তৃক পাঁচ শতাধিক বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভূমধ্যসাগর থেকে পাঁচ শতাধিক বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে আটক

তিনি জানান, প্রাথমিকভাবে ৫০০ বাংলাদেশিকে আটকের কথা জানতে পারলেও ২৪০ জনের সঙ্গে তাদের যোগাযোগ করা সম্ভব হয়েছে। এ ঘটনা এখন নিত্যদিনের বলেও তিনি মন্তব্য করেন।

খবরে আরো বলা হয়, রাজধানী ত্রিপোলি থেকে ২০০ কিলোমিটার অদূরে মিসরাতা সমুদ্র সৈকত থেকে ইউরোপ যাত্রার প্রস্তুতিকালে ৫৪২ জন অভিবাসীকে আটক করে নিরাপত্তাকর্মীরা। আটক হওয়া অভিবাসীরা লিবিয়ার পশ্চিম উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আটককৃতদের একটি কেন্দ্রে রাখা হয়েছে।

২০১৬ সালের পর উপকূল থেকে প্রথমবারের মতো একদিনে বিপুলসংখ্যক বাংলাদেশিকে আটকের ঘটনা ঘটলো। গত বছর ছয় শতাধিক অভিবাসীকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা হয়।

Advertisement
Share.

Leave A Reply