fbpx

ভোগান্তিতে ঘরমুখী মানুষ, পথে তীব্র যানজট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা-টাঙ্গাইল আর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যেন এক আতঙ্কের নাম। ঈদের ছুটি ঘোষণার পর থেকেই এই দুই মহাসড়কে যানজটের চাপ বাড়ে একই সঙ্গে বাড়ে যানজট।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উত্তরবঙ্গমুখী লেনে তীব্র যানজট আছে। মঙ্গলবার ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে জয়দেবপুর চৌরাস্তা থেকে ঢাকার বনানী পর্যন্ত তীব্র যানজটের সৃ্ষ্টি হয় ২০ জুলাই সকাল থেকেই। রাস্তা খারাপ এবং ফ্লাইওভারের কাজের কারণে গাড়ি দ্রুত গতিতে চলতে না পারায় এই জট তৈরি হচ্ছে বলে জানান স্থানীয়রা।

যানজটের কারণে চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি অনেক বেশি হচ্ছে। এছাড়াও গরু নিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে যাত্রা করা ব্যবসায়ীরা পড়েছেন চরম বেকায়দায়। সড়কেই কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।

Advertisement
Share.

Leave A Reply