fbpx

ভোলার বোরহানউদ্দিনে দখলে বিলীন খাল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পৌরবাজারসহ বিভিন্নস্থানে বয়ে যাওয়া খালগুলো দখলের মহাউৎসবে মেতে উঠেছেন একদল প্রভাবশালী মহল। এতে পরিবেশ বিপন্ন হচ্ছে। একইসাথে বোরো চাষিরা পড়ছেন বিপাকে। অবাধে খাল দখল চললেও সংশ্লিষ্ট প্রশাসন নীরব। এ নিয়ে সচেতনমহল ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানান, বোরহানউদ্দিন পৌরবাজারসহ উপজেলার ছোট বড় বাজারের পাশ দিয়ে একে বেঁকে চলে যাওয়া খালগুলো দখলে মেতে উঠেছেন স্থানীয় প্রভাবশালী মহল। গত কয়েক মাসে বোরহানউদ্দিন পৌরবাজারে দোকান ঘর পিছনের দিক বড় করতে গিয়ে অবৈধভাবে খাল ভরাট করে সিমেন্টে ঢালাই দিয়ে গড়ে উঠছে দালানকোঠা।

এদিকে বোরহানউদ্দিন পৌরবাজার, পশ্চিমবাজারসহ উপজেলার বোরহানগঞ্জ বাজার, কুঞ্জেরহাট, রাস্তার মাথা মোড়, আবুল বাজার, দরুন বাজার, মনিরামবাজার খালগুলোরও একই অবস্থা। যার কারণে এসব খাল দিয়ে ট্রলার ও নৌকায় ব্যবসায়ীদের মালামাল নিয়ে আসা যাচ্ছে না। একই সঙ্গে ইরি মৌসুমে পানি নিষ্কাশনে বড় ধরনের বাঁধাগ্রস্ত হচ্ছেন কৃষকরা।

শনিবার সকালে বোরহানগঞ্জ বাজার সরেজমিনে ঘুরে দেখা যায়, খালের মধ্যে বেড়া দিয়ে ভরাটের কাজ করছেন খালেক মিয়া। শুধু তিনি নন মো. নাছির, মো. বাবুল, মনির কেরানীও খাল ভরাট করে স্থায়ী স্থাপনা নির্মান করছেন।

স্থানীয়রা মনে করেন, যেভাবে খাল দখল চলছে তাতে খালের কিছু চিহ্ন এখনও দেখা গেলেও ২/১ বছর পর খাল চিনবার কোন উপায় থাকবে না।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক বোরহানউদ্দিন ও বোরহানগঞ্জ বাজারের একাধিক ব্যবসায়ী জানান, এক সময় এসব খাল দিয়ে ছোট বড় ট্রলারে আমরা মালামাল কম খরচে আনতে পারতাম। কিন্তু খালগুলো ভরাট করায় এখন আর ট্রলার, নৌকা আসতে পারেনা। তাই বেশি খরচে সড়ক পথে মালামাল আনতে হয়।

বোরহানগঞ্জ এলাকার কৃষক মো. মিজান জানান, খাল ভরাট করে বাড়ি নির্মাণ করায় তা একেবারে সরু হয়ে গেছে। কিছু দিন পর খালের চিহ্ন চিনতে কষ্ট হবে। খাল ভরাট করায় পানি আসতে অসুবিধা হয়। আমাদের ইরি চাষাবাদ করতে পানির সংকটে পড়তে হয়। আমরা খাল উদ্ধার করে খননের দাবি করছি প্রশাসনের কাছে।

এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা সহকারি ভূমি কমিশনার মো. শোয়াইব জানান, বোরহানগঞ্জ বাজারের খাল দখল করে কাজ চলছে খবর পেয়েছি। এ খাল দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে খাল দখল মুক্ত করা হবে।

বার্তা ও ছবি প্রেরক : আবদুল মালেক, ভোলা থেকে

Advertisement
Share.

Leave A Reply