fbpx

ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন নূর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বহু প্রতীক্ষার পর বিশ্ববাসীর কাছে করোনার টিকা এসে পৌঁছেছে। আমাদের দেশেও এরই ভেতর টিকা নেওয়া শুরু হয়েছে। সব শ্রেণী পেশার মানুষ টিকা নিচ্ছেন। সাংস্কৃতিক অঙ্গনের মানুষও এক্ষেত্রে পিছিয়ে নেই। বিবি রাসেল, সুবর্ণা মুস্তাফা থেকে শুরু করে আসাদুজ্জামান নূরও করোনা টীকা নিলেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে করোনার টিকা দেওয়ার বুথ থেকে করোনার টিকা নেন অভিনেতা আসাদুজ্জামান নূর।

টিকা নেওয়ার পর তিনি ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন। লিখেছেন, ‘আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছি। এত তাড়াতাড়ি আয়োজন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভ্যকসিন নিবেন, সুস্থ থাকবেন।’

উল্লেখ্য, শুরুতে বয়সসীমা ৫৫ বছর নির্ধারণ করা হলেও পরে প্রধানমন্ত্রী তা কমিয়ে ৪০ বছর করেন। তাই এখন ৪০ বছর বয়সের উপরের সবাই করোনার টিকা নেওয়ার জন্য নাম নিবন্ধন করতে পারবে।

Advertisement
Share.

Leave A Reply