fbpx

ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার : ট্রাম্প-বাইডেন বিরোধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্য, ইউরোপের কিছু দেশ ও ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে দিতে একটি আদেশে সই করেছেন। তবে প্রেসিডেন্টের আদেশের পরও ভ্রমণ নিষেধাজ্ঞা বজায় থাকবে বলে জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সোমবার হোয়াইট হাউসের জারি করা এক ডিক্রিতে ২৬ জানুয়ারি ওই বিধিনিষেধ উঠে যাবে বলে জানানো হয়েছিল। তবে বাইডেনের মুখপাত্র জেন সাকি এক টুইটার বার্তায় বলেন, ‘ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার সময় এটি নয়।’

তিনি বলেন, ‘চিকিৎসক দলের পরামর্শ অনুজায়ী ২৬ জানুয়ারি থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা তোলার ব্যাপারে নতুন প্রশাসন রাজি নয়। বরং কোভিড-১৯-এর সংক্রমণ রোধে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি জোরদার করার পরিকল্পনা করছি আমরা।’

ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণে গত বছরের মার্চ মাসে নিষেধাজ্ঞা জারি করা হয়। তার এক মাস পরেই নিষেধাজ্ঞা জারি হয় ব্রাজিল থেকে ভ্রমণে।

২০ জানুয়ারি, বুধবার যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন জো বাইডেন।

Advertisement
Share.

Leave A Reply