fbpx

মঙ্গলবার থেকে বস্তিতে টিকাদান শুরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামীকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) থেকে শুরু হবে বস্তিতে টিকাদান কার্যক্রম। রাজধানীর করাইল বস্তিবাসীদের টিকাদানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার (১৫ নভেম্বর) বিকেলে মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, রাজধানীর করাইল বস্তিতে তিন লাখের মতো মানুষ রয়েছেন। তাদেরকে টিকাদানের মধ্য দিয়েই মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে বস্তিতে টিকাদান কর্মসূচি শুরু হবে। পর্যায়ক্রমে অন্য সব বস্তিতেও দেওয়া হবে করোনা টিকা।

তিনি আরও বলেন, গত এক মাস ধরে দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে সবাই চায়, দেশের সংক্রমণ ও মৃত্যু শূন্যের কোটায় চলে আসুক। সকলে মিলে একসাথে কাজ করলে দ্রুতই এই সংখ্যা শূন্যে নেমে আসবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

Advertisement
Share.

Leave A Reply