fbpx

মজনুর যাবজ্জীবন কারাদণ্ড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বহুল আলোচিত কুর্মিটোলা ধর্ষণ মামলার আসামি মজনুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

১৯ নভেম্বর দুপুরে ঢাকার সপ্তম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনা‌লের বিচারক মোছা. কামরুন্নাহার বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

এর আগে বেলা ২টার দিকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয় মজনুকে। এসময় আসামি হইহুল্লোর শুরু করেন। এক পর্যায়ে হাউমাউ করে কেঁদে নিজের মুক্তিও চান।

সম্প্রতি ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করা হলেও মামলার বিচার আগেই সম্পন্ন হওয়ায় আগের আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা যাবজ্জীবন দেয়া হয়েছে বলে আইনজীবীরা জানিয়েছেন।

এ বছরের ৫ জানুয়ারি সন্ধ্যার পর ঢাকার কুর্মিটোলায় নির্জন সড়কের পাশে ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী। পরদিন তার বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। ঘটনার তিনদিন পর মজনুকে গ্রেফতার করে র‌্যাব। জানানো হয়, এই ব্যক্তিই ধর্ষণকারী। দুই মাস তদন্তের পর গত ১৬ মার্চ আদালতে অভিযোগপত্র দা‌খিল ক‌রে ডিবি পুলিশ। তাতে শুধু মজনুকেই আসামি করা হয়। ভুক্তভোগীর পোশাক ও মোবাইল ফোনসহ ২০টি আলামত আদালতে জমা দেন তদন্ত কর্মকর্তা প‌রিদর্শক আবু বকর সিদ্দিক।

Advertisement
Share.

Leave A Reply