fbpx

মতলব উত্তরের ৭ স্থানে তিন দিনের ১৪৪ ধারা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কায় চাঁদপুর জেলায় মতলব উত্তরের ৭ টি স্থানে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

চাঁদপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং বর্তমান সংসদ সদস্য নুরুল আমিন রুহুলের সমর্থকেরা একই স্থানে অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা করায় এ সিদ্ধান্ত নেয় প্রশাসন।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নেহাশীষ দাস জানিয়েছেন, ২১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ২৩ জানুয়ারি শনিবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে ৭ টি স্থানে। এলাকাগুলো হলো শ্রীরায়েরচর, মোহনপুর, ফতেপুর, একলাশপুর, দশানী, আমিরাবাদ, মতলব দক্ষিণ ব্রিজের উত্তর পাড়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এসব এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, একই সময়ে একই স্থানে দুজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার পক্ষে সভা ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতলব উত্তরের ৭টি স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply