fbpx

‘মদিনায় নিহতদের ক্ষতিপূরণ আদায়ে সর্বোচ্চ চেষ্টা চালাবো’, আগুনে নিহত শ্রমিকদের প্রসঙ্গে রাষ্ট্রদূত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সৌদি আরবের মদিনায় একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৮জন বাংলাদেশি কর্মী মৃত্যুবরণ করেন বুধবার।

এ ঘটনায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। রাষ্ট্রদূত বলেন, ‘নিহতদের ক্ষতিপূরণ আদায়ে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। তিনি জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সেলরকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় বাংলাদেশিদের কাছ থেকে বিস্তারিত তথ্য জেনে দূতাবাসকে অবহিত করার নির্দেশ প্রদান করেন। এছাড়া স্থানীয় পুলিশ, প্রশাসন ও হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে নিহতদের জন্য ক্ষতিপূরণ আদায় ও মরদেহ দ্রুত দেশে পাঠাতে নির্দেশ প্রদান করেন।

উল্লেখ্য, বুধবার ভোরে মদিনা থেকে ২৫ কিলোমিটার দূরের ওই কারখানায় অগ্নিকাণ্ডে আটজন বাংলাদেশি নিহত হন। জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট সূত্রে জানা যায়, নিহত বাংলাদেশিদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, চট্টগ্রামের লোহাগাড়ার মিজানুর রহমান ও মো. আরফাত হোসেন মানিক এবং কক্সবাজারের মহেশখালীর ইসহাক মিয়া, আব্দুল আযিয ও মো. রফিক উদ্দিন। তাদের মধ্যে মিজানুর রহমান, আব্দুল আযিয ও মো. রফিক উদ্দিন।

Advertisement
Share.

Leave A Reply