fbpx

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সৌদি আরব, আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার (৩০ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হয়েছে। সেই হিসাবে আগামী ৯ জুলাই মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন করা হবে।

সৌদি গেজেটের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। সেখানে জানানো হয়, আগামী ৬ জুলাই হজের আনুষ্ঠানিকতা শুরু হবে, আরাফাতের ময়দানে হজের মূল অনুষ্ঠান হবে ৮ জুলাই।

খবরে আরও বলা হয়, সৌদি আরবের সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে যে, বুধবার সন্ধ্যায় ১৪৪৩ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এই হিসেবে বৃহস্পতিবার (৩০ জুন) থেকে সৌদি আরব ও আশপাশের দেশগুলোতে জিলহজ মাস গণনা শুরু হয়েছে। এবার জিলহজের ৯ তারিখ অর্থাৎ ৮ জুলাই আরাফাতের দিবস পড়েছে। আর ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ৯ জুলাই।

সাধারণত সৌদি আরবের একদিন পরেই বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। সে হিসেবে বাংলাদেশে ১০ জুলাই কোরবানির ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, জাতীয় চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখতে মিলিত হবে। এদিন হিজরি সনের চাঁদ দেখা গেলে আগামী ১০ জুলাই দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

Advertisement
Share.

Leave A Reply