fbpx

‘মধ্য ফেব্রুয়ারি নাগাদ ভূমধ্যসাগরে প্রাণ গেছে ২০ অবৈধ অভিবাসীর’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ভূমধ্যসাগর পথে ২০ জন অবৈধ অভিবাসী প্রাণ হারিয়েছেন এবং আরো ৭০ জন নিখোঁজ রয়েছেন। এ পর্যন্ত মোট ২ হাজার ২৭৪ জন অবৈধ অভিবাসীকে সমুদ্র থেকে উদ্ধার করে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ৩১৩ জন নারী ও ১৬০ জন শিশু।

সংস্থাটি আরও জানায়, গত সপ্তাহে লিবিয়ার উপকূল থেকে ৩শ’র বেশি অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে লিবিয়ায় পাঠানো হয়েছে।

আইওএম এর বিবৃতিতে বলা হয়, ‘গত ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি এই সাতদিনে ৩১৮ অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়। পরে তাদেরকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়।’

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর উত্তর আফ্রিকার এ দেশটি যেন বাসযোগ্যতা হারিয়েছে। চলছে যুদ্ধ, ক্ষমতা দখলের লড়াই। দলে দলে বিপদের সমুদ্র পেরিয়ে মানুষের এই দেশ ছাড়া এরই সাক্ষ্য দেয়।

 

 

 

Advertisement
Share.

Leave A Reply