fbpx

ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার দুই ঘণ্টা পর অবশেষে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার বেলা পৌনে ১১টার দিকে লাইন মেরামতের পর চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় চট্টগ্রামগামী নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি।

রেলওয়ে ময়মনসিংহের সহকারী নির্বাহী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার সকালে চট্টগ্রামগামী নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনটির বগির চারটি চাকা ময়মনসিংহের শম্ভুগঞ্জে লাইনচ্যুত হয়। ফলে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম, গৌরীপুর, মোহনগঞ্জ ও ঝারিয়ামুখী ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ বলেন, নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি আজ সকাল সোয়া আটটার দিকে শম্ভুগঞ্জের কাছাকাছি যেতেই একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ থেকে চারটি রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

Advertisement
Share.

Leave A Reply