fbpx

মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই করলেন কবীর সুমন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে সই করেছেন ভারতীয় সংগীতশিল্পী কবীর সুমন। বৃহস্পতিবার(২৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক ওয়ালে অঙ্গীকারপত্রে সই করার ছবি পোস্ট করেছেন। দেহদানের অঙ্গীকার পত্রে সই করার ছবি দিয়ে কবীর সুমন লিখেছেন, ‘মরণোত্তর দেহদানের অঙ্গিকারপত্রে সই – গতকাল, ২২.০৯.২১ সন্ধে।’ 

মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই করলেন কবীর সুমন

ছবি: ফেসবুক

নিজের দেহদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন আগেই। মৃত্যুর পরে তার ইচ্ছাগুলোকে নিয়ে একটি লেখা শেয়ার করেছিলেন ফেসবুকে।

সেসময় লিখেছিলেন, ‘আমার মৃতদেহ যেন দান করা হয় চিকিৎসাবিজ্ঞানের কাজে। কোনো স্মরণসভা, শোকসভা, প্রার্থনাসভা যেন না হয়। আমার সমস্ত পাণ্ডুলিপি, গান, রচনা, স্বরলিপি, রেকর্ডিং, হার্ড ডিস্ক, পেনড্রাইভ, লেখার খাতা, প্রিন্ট আউট যেন কলকাতা পুরসভার গাড়ি ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয় সেগুলি ধ্বংস করার জন্য। আমার কোনো কিছু যেন আমার মৃত্যুর পর পড়ে না থাকে। আমার ব্যবহার করা সব যন্ত্র, বাজনা, সরঞ্জাম যেন ধ্বংস করা হয়। এর অন্যথা হবে আমার অপমান।’

১৯৯২ সালে ‘তোমাকে চাই’ গান দিয়ে নিজেকে নতুনভাবে চিনিয়েছিলেন কবির সুমন। সুমন বর্তমানে বাংলা খেয়াল রচনায় নিজেকে পুরোপুরি নিয়োজিত রেখেছেন। 

Advertisement
Share.

Leave A Reply